করোনাকালে ব্যবসায়ীদের জরিমানা না করার আহ্বান
করোনাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সিলেটের ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা না করার আহ্বান জানিয়েছে সিলেট চেম্বার। আজ রোববার বিকেলে চেম্বার ভবনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।
সভায় সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, করোনা পরিস্থিতিতে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল। ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে এখন। ব্যবসায়ীরা সঠিক আইনকানুন না জানার কারণে এবং সচেতনতার অভাবে ভুল করে থাকেন। এই ভুল করার সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও জরিমানা করা হয়।
করোনাকালে মানবিক দিক বিবেচনায় ব্যবসায়ী বা ব্যবসাপ্রতিষ্ঠানের ভুলগুলো শোধরানোর সুযোগ দেওয়া প্রয়োজন। ব্যবসায়ীদের আইনকানুন সম্পর্কে সচেতন করার সুযোগ দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রথমে জরিমানা না করে সতর্ক করে দেওয়া যেতে পারে। দ্বিতীয় দফায় একই ভুলের পুনরাবৃত্তি হলে তখন না হয় জরিমানা করা যেতে পারে।
সিলেট চেম্বারের এমন আহ্বানের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফখরুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় সিলেটে নির্ধারিত জরিমানার হার থেকে অনেক কম জরিমানা আদায় করা হয় এবং এটির একমাত্র উদ্দেশ্য ব্যবসায়ীদের সতর্ক করা।
তিনি আরও বলেন, ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাসাধারণের ন্যায়সংগত অধিকার রক্ষায় কাজ করে। মানহীন ও ভেজালমিশ্রিত পণ্য বিক্রয়, অধিক মূল্য গ্রহণ ও ভোক্তাসাধারণের অভিযোগের ভিত্তিতে তদন্তক্রমে জরিমানা আদায়সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে সচেতন ব্যবসায়ীদের হয়রানি করা কখনোই আমাদের উদ্দেশ্য নয়।'
সিলেট চেম্বার সভাপতির সভাপতিত্বে করোনাকালে সিলেটের ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন সাহা, পরিচালক মো. মামুন কিবরিয়া, পিন্টু চক্রবর্তী, মো. আতিক হোসেন, ওয়াহিদুজ্জামান চৌধুরী, মো. আমিনুজ্জামান জোয়াহির, খন্দকার ইসরার আহমদ, ফখর উস সালেহীন নাহিয়ান, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি মো. দিলওয়ার হোসেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেটের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান সিদ্দিকী, ক্যাটারার্স গ্রুপ অব সিলেটের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন বাবলু, সিলেট চেম্বারের ভোক্তা অধিকার সংরক্ষণ সাব-কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদ আহমদ চৌধুরী, অভ্যন্তরীণ বাজার সাব–কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল হাদী। মতবিনিময় সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম ও শ্যামল পুরকায়স্থ বক্তব্য দেন।