default-image

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের ওষুধ ব্যবসায়ী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শ্রীবাস চন্দ্র সরকার (৬২)। বগুড়া মোহাম্মদ আলী করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার মারা যান তিনি।

শ্রীবাস চন্দ্র সরকার গোবিন্দগঞ্জ পৌরসভার দুর্গাপুর এলাকার বাসিন্দা। তিনি পুলিশে উপপরিদর্শক (এসআই) পদে চাকরি করতেন। অবসর নেওয়ার পর গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওষুধের দোকান দেন। তাঁকে নিয়ে উপজেলায় করোনায় সংক্রমিত হয়ে তিনজন মারা গেলেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিদুল ইসলাম জানান, শ্রীবাস চন্দ্র সরকার করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। ২০ জুন বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পরীক্ষায় তিনি করোনাভাইরাস পজিটিভ হন। তারপর থেকে তিনি বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে গতকাল দুপুরে তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনে লাশ সৎকারের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0