default-image

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজের গাড়িচালক সুরুজ্জামানের (৫৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা করোনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক আবুল বাসার বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সিভিল সার্জনের গাড়িচালকের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ২৭ মার্চ তাঁর গাড়িচালক সুরুজ্জামানের জ্বর শুরু হয়। দু-তিন দিন পর নমুনা পরীক্ষা করালে তাঁর করোনা পজিটিভ আসে। তিন থেকে চার দিন বাসায় চিকিৎসা নিয়েছেন। পরে হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার তাঁর অক্সিজেনের সিচুরেশন নিচে নেমে গেলে তাঁকে আইসিইউতে হস্তান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন