default-image

রংপুরে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে শিক্ষাবিদ অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্যের (৭৫) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত একটার দিকে রংপুর কোভিড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, তিন সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রংপুর নগরের গুপ্তপাড়ার বাসিন্দা ছিলেন মলয় কিশোর ভট্টাচার্য। তিনি উদীচী শিল্পীগোষ্ঠী রংপুর জেলা সংসদের সভাপতি ও কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক ছিলেন। এ ছাড়া সচেতন নাগরিক কমিটির সভাপতিসহ রংপুরের বিশিষ্টজন ছিলেন তিনি।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুর কোভিড হাসপাতালের তত্ত্বাবধায়ক নূরুন নবী বলেন, মলয় কিশোর ভট্টাচার্যের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল। সেই সঙ্গে কিডনিতেও ইনফেকশন ছিল। ৭ নভেম্বর কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0