করোনায় সংক্রমিত হয়ে যশোরের স্বাস্থ্যকর্মীর মৃত্যু

করোনাভাইরাস প্রতীকী ছবি।

যশোরের শার্শা উপজেলায় করোনাভাইরাসে (কোভিড–১৯) সংক্রমিত হয়ে এক উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তার মৃত্যু হয়েছে। খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম মতিয়ার রহমান (৫৮)। তিনি উপজেলার বাগআঁচড়া উপস্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। এই স্বাস্থ্যকর্মীর বাড়ি উপজেলার বাগআঁচড়া গ্রামে। মতিয়ার রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইউসুফ আলী।

মতিয়ার রহমানের বড় ছেলে মুসফিকুর রহমান বলেন, গত ১৬ আগস্ট তাঁর বাবার জ্বর, সর্দি ও কাশি শুরু হয়। একপর্যায়ে শুরু হয় শ্বাসকষ্ট। এই অবস্থায় ১৮ আগস্ট তাঁকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেওয়া হয়। ২১ আগস্ট পাওয়া প্রতিবেদনে তাঁর করোনা ‘পজিটিভ’ আসে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ১১টার দিকে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে সোমবার দুপুরে বাগআঁচড়া গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।