default-image

করোনায় সংক্রমিত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত একটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই বৃদ্ধের নাম মীর রায়হান আলী (৬৮)। তিনি সদর উপজেলার নলকুড়া গ্রামের বাসিন্দা।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনায় সংক্রমিত হয়ে ১৪ এপ্রিল মীর রায়হান আলী হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল রাত ১১টার দিকে মারা যান।

সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন শাফায়েত এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যবিধি মেনে মীর রায়হান আলীর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। জেলায় করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪০ জন। আর করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৯৩ জন। এ ছাড়া জেলায় এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ২৩৯ জন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন