করোনায় স্ত্রী মারা যাওয়ার ৯ দিন পর স্বামীর মৃত্যু
নোয়াখালীতে করোনায় গৃহবধূ জান্নাতুল ফেরদাউসের মৃত্যুর ১০ দিনের মাথায় তাঁর স্বামী হুমায়ুন কবিরও মারা গেলেন। আজ মঙ্গলবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে তিনি টানা ২৭ দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হুমায়ুন কবির (৫৯) নোয়াখালী জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য ছিলেন। ৯ দিন আগে ১৮ জুলাই নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড ডেডিকেটেড হাসপাতালে তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদাউস (৪৪) মারা যান। করোনা মহামারিতে মা–বাবাকে হারিয়ে আইনজীবী দম্পতির তিন সন্তান এখন শোকে মুহ্যমান।
হুমায়ুন কবিরের শ্যালিকা রহিমা ফেরদাউস প্রথম আলোকে জানান, মাসখানেক আগে তাঁর বোন ও ভগ্নিপতি দুজনই করোনায় আক্রান্ত হন। শুরুতেই ভগ্নিপতির অবস্থা বেশি খারাপ হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে টানা প্রায় এক মাস তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তিনি অভিযোগ করে বলেন, নোয়াখালীতে যথাযথ চিকিৎসা না পেয়েই তাঁর বোনের মৃত্যু হয়েছে। ভগ্নিপতি আইসিইউতে চিকিৎসাধীন থাকায় স্ত্রীর মৃত্যুর সংবাদটিও তখন তাঁকে জানানো হয়নি।