করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে ১০০ জনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে করোনাভাইরাসের উপসর্গ জ্বর-শ্বাসকষ্ট ও সর্দি নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ জনের মৃত্যু হলো।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
মারা যাওয়া নারীর নাম আকলিমা খাতুন (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, আকলিমা খাতুনকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আনা হয়। তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। গতকাল সোমবার তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। সেখানে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, মে মাসের শেষের দিকে করোনাভাইরাসের সংক্রমণের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালটি। এরপর থেকে হাসপাতালে ১০০ জন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে নমুনা পরীক্ষায় ১৭ জনের পজিটিভ এসেছে।