চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রে প্রভাব বিস্তার ও নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী। আজ রোববার দুপুর ১২টার দিকে চরলক্ষ্যার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী চশমা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে চরলক্ষ্যা ইউপিতে চারজন চেয়ারম্যান প্রার্থী। অপর দুই প্রার্থী হলেন এ টি এম হানিফ (মোটরসাইকেল) ও নাসির আহমেদ (ঘোড়া)।
এ বিষয়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও চরলক্ষ্যা ইউপির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘সকাল থেকে সব কেন্দ্রে নৌকার লোকজন আধিপত্য বিস্তার শুরু করেন এবং দখলে নেন। আমার এজেন্টদের হুমকিসহ নানা অনিয়ম করায় আমি ভোট বর্জন করলাম। আমি পুনরায় নির্বাচন আয়োজনের দাবি করছি।’
তবে আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান তালুকদার কেন্দ্র দখল এবং বিদ্রোহী প্রার্থীর এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন,‘নির্বাচনে ভরাডুবির কারণে আগে থেকেই সরে পড়েছেন তিনি। সকাল থেকে সুন্দরভাবে ভোট হচ্ছে। আমরা কোনো কেন্দ্রে অনিয়ম করিনি।’