কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত, চালক আটক

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতপুর এলাকায় পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

নিহত ওই ছাত্রের নাম আবু বক্কর (১৫)। সে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মোহাম্মদ সবুরের ছেলে। আবু বক্কর নানার বাড়িতে থেকে দারুল উলুম ফোরকানিয়া মাদ্রাসায় লেখাপড়া করত।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, আজ দুপুরে আবু বক্কর দৌলতপুরের একটি মাদ্রাসার সভা থেকে বের হয়ে পিএবি সড়কে ওঠে। এ সময় উত্তর দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং ওই ট্রাক পুলিশের হেফাজতে।