চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে তেলের ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ নজরুল ইসলামের (৩০) লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা ১১টায় পুরোনো ব্রিজ ঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ।
নিহত নজরুল কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা মাইজ্যাফকির বাড়ির আবুল হাশেমের ছেলে।
গত বুধবার রাতে কর্ণফুলী নদীর দক্ষিণপাড় চরপাথরঘাটার ২নম্বর ওয়ার্ডের লেবুরঘাট এলাকায় তেলের ট্যাংকারে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় নিহত হন জিসান (২১) নামের আরও একজন। তিনি পটিয়া উপজেলার তেকোটা এলাকার জসিমউদদীনের ছেলে।
স্থানীয় ও নৌ পুলিশ সূত্র জানায়, বুধবার রাত আটটার সময় কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে ওটি ওশান নামের ভাসমান তেলের ট্যাংকারের ইঞ্জিন রুমে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন শ্রমিকেরা। ওই সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। আগুন থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেন শ্রমিকেরা। ঘটনাস্থলেই নিহত হন জিসান। নিখোঁজ হন নজরুল ইসলাম।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মিজানুর রহমান আজ দুপুরে বলেন, নিখোঁজ নজরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। তেলের ট্যাংকার বিস্ফোরণে এ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।