default-image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানার করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁর করোনা শনাক্ত হওয়ার খবরটি জানা যায়।

ইউএনও কার্যালয় সূত্র জানায়, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গতকাল শাহিনা সুলতানা করোনা পরীক্ষা করান। রাতে পাওয়া প্রতিবেদনে জানা যায়, তিনি করোনা পজিটিভ। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

ইউএনও শাহিনা সুলতানা বলেন, তিনি বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন