বগুড়ার সান্তাহার থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পোশাককর্মীর নাম রাজকুমার দেবনাথ ওরফে রিপন (৩৫)। তিনি বগুড়ার সান্তাহার পৌর শহরের বাসিন্দা। রাজকুমার ঢাকার মহাখালী এলাকায় একটি পোশাক কারখানায় ‘সুইং সুপারভাইজার’ পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, ছুটি শেষে শুক্রবার সকালে সান্তাহার থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল ঢাকার উদ্দেশে রওনা দেন রাজকুমার দেবনাথ। সকাল সাড়ে সাতটার দিকে শাজাহানপুর উপজেলার টিএমএসএস সিএনজি স্টেশনসংলগ্ন এলাকায় একটি ট্রাকের ধাক্কায় তিনি মহাসড়কে ছিটকে পড়েন। এরপর ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
হাইওয়ে পুলিশের গাড়িদহ ক্যাম্পের পরিদর্শক বানিউল আনাম বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজকুমারের লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। চাপা দিয়ে দ্রুত চলে যাওয়ায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।