কলাপাড়ায় ছাত্রলীগ নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ছাত্রলীগ নেতা মো. রাকিবুল ইসলাম (২২) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার কলাপাড়া পৌর শহরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি আয়োজিত হলেও কলাপাড়া উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ এ উদ্যোগ নেয়।
নিহত ছাত্রলীগ নেতার রাকিবুল মিঠাগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আয়োজকেরা বলেন, সকালে পৌর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। এরপর বেলা ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে বলা হয়, গত ২৮ জুলাই রাতে তেগাছিয়া বাজার থেকে সাফাখালী গ্রামের বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন রাকিবুল। হামলাকারীরা তাঁকে প্রথমে মারধর করে। একপর্যায়ে তাঁকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তাঁর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তাঁর মৃত্যু হয়।
হামলার ঘটনার পরদিন রাকিবুলের মা রাহিমা বেগম কলাপাড়া থানায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এতে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামকে প্রধান ও তরিকুলের বড় ভাই সাইফুল ইসলাম ওরফে রায়হান পাহলানকে ২ নম্বর আসামি করা হয়। ইতিমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ তরিকুলকে বহিষ্কার করেছে। পুলিশ এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রাকিবুলের বাবা মো. নাসির উদ্দিন মাতুব্বর, রাকিবুলের মামি রুনা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হক, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ শাখার সভাপতি মো. আসাদুজ্জামান, কলাপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক অমি গাজী প্রমুখ।
বক্তারা হত্যার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। নাহলে উপজেলা পর্যায়ে ছাত্রলীগ কঠিন কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ হত্যার মূল পরিকল্পনাকারীসহ চার আসামিকে গ্রেপ্তার করেছি। বাকিদের ধরার জন্য অভিযান চলছে। জড়িত কেউই রেহাই পাবে না।’