কলারোয়ায় ছুরিকাঘাতে আ.লীগ কর্মীর মৃত্যু, আটক ২
সাতক্ষীরার কলারোয়ার প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক আওয়ামী লীগের কর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম আবদুল মান্নান (২৬)। তিনি কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা আলী বক্সের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেড হামলার প্রতিবাদে দেয়াড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের উদ্যোগে কাশিয়াডাঙ্গার পেয়ারাতলা মোড়ে গত শনিবার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে খিচুড়ি বিতরণের সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মী আবদুল মান্নান ও আবু হানিফের মধ্যে বিরোধ বাধে। এর জের ধরে গতকাল রোববার রাত আটটার দিকে কাশিয়াডাঙ্গা বাজারে আবু হানিফের নেতৃত্বে সাত থেকে আটজন আবদুল মান্নানকে থামিয়ে শনিবার অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে খিচুড়ি বিতরণ করার সময় তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন কেন জানতে চান।
এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আবু হানিফ ছুরিকাঘাতে আবদুল মান্নানকে জখম করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তিনি মারা যান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির ঘটনা নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ কর্মী আবদুল মান্নানকে হত্যার ঘটনায় আবু হানিফ ও তাঁর বাবা মুজিবর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।