কাউনিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল অটোচালকের
রংপুরের কাউনিয়া উপজেলায় ট্রাকচাপায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরোহী এক ব্যবসায়ী। আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার তিস্তা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা (১৯) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ভিমশর্মা গ্রামের আফসার আলীর ছেলে। আহত বিমল চন্দ্র (৩৫) ওই এলাকার রমেশ চন্দ্রের ছেলে। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের একটি বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে মাছ নিয়ে কাউনিয়ায় মাছের আড়তের উদ্দেশে যাচ্ছিলেন বিমল চন্দ্র। কাউনিয়ার তিস্তা সেতু দক্ষিণ প্রান্তে লালমনিরহাটগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে চালক মাসুদ রানা মারা যান। স্থানীয় লোকজন আহত মাছ ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ওই ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যান চালক।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান বলেন, আহত বিমল চন্দ্রকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাঁ পা ভেঙে গেছে। নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।