default-image

ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘এই মঞ্চে আওয়ামী লীগের সব নেতা আছেন, শুধু নেই কাজী জাফর উল্যাহ। আপনি আসুন, আমাদের দোয়া দিয়ে যান। আর গিবত নয়, আসুন, আমরা এক হয়ে কাজ করি।’
রোববার বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী এসব বলেন। ভাঙ্গা পৌরসভা চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পৌরসভার উদ্যোগে। সংসদ নিক্সন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা জানাতে এ আয়োজন।

নিক্সন চৌধুরী বিগত দিনের ভুল–বোঝাবুঝির অবসান কামনা করে বলেন, ‘আমরা একে অপরের প্রতিপক্ষ নই, একই রাজনীতির অনুসারী। নিজেদের মধ্যে গিবত বা আওয়ামী লীগ আওয়ামী লীগে মারামারি করে প্রতিপক্ষকে শক্তিশালী করতে দিতে পারি না। আসুন, আমরা এলাকার উন্নয়নে সবাই আত্মনিয়োগ করি। দীর্ঘ ৪০ বছর ভাঙ্গায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। যে নেতা ছিলেন, তাঁর কাছ থেকে ভালো ব্যবহার পায়নি। এর জন্য এলাকার জনগণ নেতাকে পাল্টে দিয়েছে।’

বিজ্ঞাপন

সংসদ নিক্সন কাজী জাফর উল্যাহর উদ্দেশে বলেন, ‘আপনি আওয়ামী লীগের বড়মাপের নেতা। আপনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আমাদের দোয়া দিয়ে যান, যত দিন জীবিত থাকব আপনাকে সম্মান দেব। আমি আপনার সন্তানের মতো, আসুন, একসঙ্গে মঞ্চে বসি। ভাঙ্গা পাইলট স্কুলমাঠে বড় আয়োজন করি, বড় মঞ্চ বানাই। সভা করে নেত্রীকে বলি, কাজী জাফর উল্যাহ করবেন রাজনীতি, আর নিক্সন করবে উন্নয়ন।’


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল ফয়েজ মোহাম্মদ রেজা। বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেদায়েতুল্লাহ সাকলাইন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক প্রমুখ।

জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন