কাজ শেষের দুই মাসের মাথায় রাজবাড়ী শহর রক্ষা বাঁধে ভাঙন

রাজবাড়ী শহর রক্ষা বাঁধে ভাঙন। আজ মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে রাজবাড়ী শহরের গোদার বাজারের ইটভাটার পূর্ব পাশের এলাকায়।
ছবি: প্রথম আলো

রাজবাড়ী শহর রক্ষায় পদ্মা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শেষ হওয়ার দুই মাসের মাথায় দ্বিতীয়বারের মতো ভাঙন দেখা দিয়েছে। আজ মঙ্গলবার সন্ধার পর শহরের গোদার বাজার এলাকায় প্রায় ১০০ মিটার কংক্রিটের ব্লক বিলীন হয়ে যায়।

ভাঙনের খবর পেয়ে ওই এলাকা পরিদর্শন করেছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা। এর আগে ১৬ জুলাই ভাঙনের স্থান থেকে আধা কিলোমিটার পশ্চিমে শহর রক্ষা বাঁধের ৩০ মিটার এলাকা ভেঙে যায়।

পাউবো সূত্রে জানা গেছে, রাজবাড়ী শহর রক্ষায় পদ্মা নদীর তীরে স্থায়ীভাবে সংরক্ষণের কাজ হয়েছে সাত কিলোমিটার এলাকায়। ২০১৮ সালে শুরু হওয়া শহর রক্ষা প্রকল্পের কাজ শেষ হয় চলতি বছরের ৩১ মে। এতে ব্যয় হয় ৩৭৬ কোটি টাকা। কাজটি সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, সঠিকভাবে কাজ না করা ও উপকরণ কম দেওয়ার কারণে প্রথম ধস দেখা দেয়। এখন ভাঙন শুরু হয়েছে। এতে হুমকিতে পড়েছে শহর রক্ষা বেড়িবাঁধ।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ বলেন, ধসে যাওয়া এলাকায় নদীর স্রোত বেশি। কাজের নকশা থেকেও এখানে বেশি কাজ করা প্রয়োজন। এ জন্য আরও পাঁচ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ পেতে চিঠি দিয়েছেন।