কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

বজ্রপাত
প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত নয়টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের খুইন্নাভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যুবকের নাম মোহাম্মদ নেজাম উদ্দিন ওরফে মিয়া (৩০)। তিনি একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানায়, কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে নেজাম উদ্দিন বজ্রপাতের শিকার হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করতে গিয়ে দেখেন, তাঁর শরীর ঝলসে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

কান্নাজড়িত কণ্ঠে নেজাম উদ্দিনের বাবা নুরুল ইসলাম বলেন, এক বছর আগে তাঁর ছেলে বিয়ে করেছেন। ছেলের বউ সন্তানসম্ভবা। সন্তানের মুখ না দেখেই তাঁর ছেলেকে দুনিয়া ছাড়তে হলো।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান মজুমদার বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।