কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে কাউনিয়াগামী রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেনে কাটা পড়ে এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার  রাত আটটার দিকে দিনোবাজার–সংলগ্ন ঠাটমারী ব্রিজের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম রাশেদুল ইসলাম (১৫)। সে উপজেলার চাকিরপশা ইউনিয়নের বাজে মুজরাই এলাকার মো. মজিবর মিয়ার ছেলে। রাশেদুল সাইকেল সারাইয়ের দোকানে কাজ করত।

স্থানীয়রা জানান, চাচাতো বোনের বিয়ে শেষে রাশেদুল বাড়ির পাশে রেললাইনে বসে ছিল। এ সময় রাশেদুলে কানে হেডফোন লাগিয়ে মুঠোফোন ব্যবহার করছিল। এ সময় কুড়িগ্রাম থেকে আসা কাউনিয়াগামী রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেন রাশেদুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বলেন, নিহত ওই কিশোরের বাড়ি রেললাইনের পাশেই। ধারণা করা হচ্ছে সে হেডফোন কানে লাগিয়ে মুঠোফোনে গেম খেলছিল। তাই ট্রেন আসায় ট্রেন আসলেও সে কোনো শব্দ শুনতে পায়নি। নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।