মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর-কুলাউড়া সড়কের আধা কিলোমিটার অংশে সংস্কারকাজ শুরু হয়েছে। সড়কের ওই অংশের পুরোনো কার্পেটিং দেড় মাস আগে তুলে ফেলেছেন ঠিকাদার। তবে এর পর থেকে সংস্কারকাজে আর কোনো অগ্রগতি দেখা যায়নি।
সড়কের ওপরের কার্পেটিং তুলে ফেলার পর থেকে শমশেরনগর বিমানবাহিনী ইউনিট–সংলগ্ন এলাকায় প্রতিদিনই ট্রাকের চাকা আটকে যাওয়ার ঘটনা ঘটছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টিতে সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। সর্বশেষ শুক্রবার রাত ১০টার দিকে একটি মালবোঝাই ট্রাক দেবে যাওয়ায় দুই পাশে যানবাহন আটকা পড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গতকাল শনিবার বেলা ১১টার দিকে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
কুলাউড়ার অন্তত ছয়টি ও কমলগঞ্জের তিনটি ইউনিয়নের মানুষ নিয়মিত এ সড়ক ব্যবহার করেন। এ ছাড়া পর্যটকেরা বড়লেখা ও মাধবকুণ্ডে এ সড়কে যাতায়াত করেন। নিয়মিত যানবাহনের পাশাপাশি এ সড়কে পাথর ও কয়লাবোঝাই ট্রাকও চলাচল করে। সরেজমিনে দেখা যায়, সড়কের খানাখন্দে বৃষ্টির পানি জমে আছে। দুই পাশে স্তূপ করে মাটি ফেলে রাখা হয়েছে। বৃষ্টির কারণে স্তূপ করা মাটি কাদার স্তূপে পরিণত হয়েছে। পানি–কাদার কারণে এখন পথচারীদের হেঁটে চলা দায়।
শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া বাস–মিনিবাস চালক সমিতির ম্যানেজার জুলহাস আহমেদ বলেন, প্রায়ই সড়কের এই অংশে এসে মালবোঝাই ভারী যানবাহনের চাকা দেবে যাচ্ছে। একবার কোনো বড় যানবাহন আটকে গেলে সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন বলেন, ঠিকাদারের কাজে কিছুটা গাফিলতি হয়েছে। কাজটি চলমান। দ্রুত সময়েই কাজ শেষ হবে। তবে বৃষ্টির কারণে হয়তো কিছুটা দুর্ভোগের সৃষ্টি হয়েছে।