কালবৈশাখীতে রেললাইনে বৈদ্যুতিক খুঁটি, গাছপালা ভেঙে পড়ে ট্রেন চলাচল ব্যাহত
চুয়াডাঙ্গায় কালবৈশাখীতে রেললাইনে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা ভেঙে পড়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। আজ শনিবার সকালে হওয়া ঝড়ে চুয়াডাঙ্গা-কুষ্টিয়ার মধ্যবর্তী জেলার হালসা এলাকায় রেললাইনে গাছপালা ভেঙে পড়ে। গাছপালা সরিয়ে লাইন পরিষ্কার করতে প্রায় পাঁচ ঘণ্টা লেগে যায়। এ কারণে ট্রেনের আরোহী এবং স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি ভোর ৫টা ৩৫ মিনিটে চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও তা ৫ ঘণ্টা ২০ মিনিট দেরিতে সকাল ১০টা ৫৫ মিনিটে চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছায়। রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসকেও হালসা এলাকায় ২ ঘণ্টা ৯ মিনিট অপেক্ষা করতে হয়।
অন্যদিকে লাইন পরিষ্কারের জন্য খুলনা থেকে রাজশাহীগামী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেন চুয়াডাঙ্গা স্টেশনে ৩০ মিনিট বেশি অবস্থান করে। খুলনা থেকে চিলাহাটিগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেন নির্ধারিত সময়ের ২ ঘণ্টা ৮ মিনিট পর ছাড়ে।
হালসা এলাকায় কুষ্টিয়ার জীবননগর পৌর এলাকার বাসিন্দা রেণুকা পারভীন বলেন, দাপ্তরিক কাজে সকাল ১০টার মধ্যে তাঁর যশোরে পৌঁছানোর প্রয়োজন। কিন্তু ঝড়ে ট্রেন শিডিউল বিপর্যয় হওয়ায় অনেক দেরি হয়ে গেছে। স্কুলশিক্ষক হাফিজুর রহমান বলেন, ‘যশোরে একটি প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে বাড়ি থেকে রওনা দিয়েছি। কিন্তু স্টেশনেই পাঁচ ঘণ্টা বিলম্ব হওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে।’
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মিজানুর রহমান প্রথম আলোকে জানান, হালসা এলাকায় ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা ভেঙে পড়ায় শিডিউল বিপর্যয় ঘটেছে। যে কারণে দিনের বেশির ভাগ সময় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে।