কালিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২
নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান রাসেলসহ (৫০) দুজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে ওই ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
উপজেলার বড়দিয়া গ্রামের বাসিন্দা খান রাসেল জেলা কৃষক লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ছিলেন। একই দুর্ঘটনায় নিহত শওকত সরদার (৫৫) বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজের দপ্তরি ছিলেন।
রাসেলের চাচাতো ভাই লোহাগড়া উপজেলার কোটাকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলম বলেন, রাসেল ব্যক্তিগত গাড়ি চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শওকত সরদার ও মো. ওয়ালিউল্লাহ (৪৫)। ডুমুরিয়া এলাকায় ব্যক্তিগত গাড়িটি দুর্ঘটনায় পড়ে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর খান রাসেল ও শওকত মারা যান। আহত মো. ওয়ালিউল্লাহ আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল।
নড়াগাতি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকরাম হোসেন দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।