নড়াইলের কালিয়ায় এক ব্যক্তি হাতুড়ি দিয়ে আঘাত করে স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার বাবরা–হাচলা ইউনিয়নের উড়শি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূর নাম দিপালী বেগম (৩৫)। তিনি ওই গ্রামের রকিবুল গাজীর স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, চার বছর আগে কাঠমিস্ত্রি রকিবুলের সঙ্গে দিপালীর বিয়ে হয়। তাঁদের কোনো সন্তান নেই। আর্থিক অনটনে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বাবার বাড়ি থেকে দিপালীকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল রকিবুল। এর জেরে গতকাল ঝগড়ার একপর্যায়ে দিপালীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রকিবুল। এতে দিপালীর মাথা ফেটে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কালিয়া থানার বাবরা–হাচলা ইউনিয়নের বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন গাজী জানান, হাতুড়ি দিয়ে দিপালীর মাথায় আঘাত করার পর মাথা ফেটে গেলে রকিবুল সেখান থেকে পালিয়ে যান। তাঁকে ধরার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। এদিকে লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।