কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের চাপায় দুজন নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালক ও আরোহী দুজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলো ভোলার বাটাপাড়া গ্রামের ইসমাইল হোসেনে ছেলে রাশেদ রনি (১৩) ও মাঝের চর এলাকার নূর হোসেনের ছেলে হান্নান মিয়া (১৭)।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কারখানাশ্রমিক আশরাফুল ইসলাম বলেন, তেলিরচালা এলাকায় মানুষের চলাচলের জন্য সড়ক বিভাজকের মধ্যে ছোট একটি ফাঁকা জায়গা আছে। সেখান দিয়ে রিকশা ও ভ্যান পারাপার হয়। ব্যাটারিচালিত ভ্যানটি পার হওয়ার সময় গাজীপুরগামী কাভার্ড ভ্যানের চালক সেটিকে চাপা দিয়ে দ্রুত চলে যান। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক শিশুটি ও ভ্যানের এক আরোহীর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর গোলাম ফারুক বলেন, নিহত শিশুটি ভ্যানটি চালাচ্ছিল। আর একজন ভ্যানের ওপর বসা ছিল। কাভার্ড ভ্যানটি তাদের চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে দুজন মারা যায়। দুজনের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।