default-image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ভুঙ্গাবাড়ি এলাকায় কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে ভুঙ্গাবাড়ি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় ওই নারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম পারভেজ বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন