গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
ওই নারীর নাম ফুলজান (৫৮)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল থানার সোনারদলি এলাকার তারা মিয়ার স্ত্রী। ফুলজান হত্যা মামলার আসামি ছিলেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন বলেন, হত্যা মামলায় ফুলজান কারাগারে বন্দী ছিলেন। ওই মামলা বিচারাধীন। ১৫ ফেব্রুয়ারি কারাগারের ভেতরে ফুলজান অসুস্থ হয়ে পড়েন। পরে ওই দিন তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কারাগার সূত্রে জানা গেছে, ফুলজানের লাশ ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পর লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।