default-image

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু। আজ শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম শাহজাহান মিয়া (৫০)। তিনি ঢাকার মিরপুর থানার দক্ষিণ পাইকপাড়া এলাকার আমির উদ্দিনের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের বন্দী শাহজাহান মিয়া সকালে কারাগারের ভেতর অসুস্থ হন। পরে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক শাহজাহান মিয়াকে মৃত ঘোষণা করেন।

শাজাহান মিয়ার বিরুদ্ধে ঢাকার মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল। তিনি ২০১৮ সাল থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শফিকুল ইসলাম জানান, শাজাহান মিয়ার বিরুদ্ধে ঢাকার মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল। তিনি ২০১৮ সাল থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0