কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলায় জসীম উদ্দিন (৩৫) নামের একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২–এর বিচারক নার্গিস ইসলাম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসীম উদ্দিনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসীম উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়নের মনাকষা গ্রামের মো. আবদুল মজিদের ছেলে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলায় রাষ্ট্রপক্ষের এপিপি রাখাল চন্দ্র দে জানান, সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়নের মনাকষা গ্রামের নিহত বাচ্চু মিয়া ও জসীম উদ্দিনের মধ্যে পুকুরের দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর বিকেলে মনাকষা গ্রামে বাচ্চু মিয়াক কুপিয় হত্যা করা হয়।
বাচ্চু মিয়ার ভাই হারুন অর রশিদ বাদী হয়ে ছয়জনক আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পাঁচজনকে আসামি করে আদালতে অভিযাগপত্র জমা দেয় পুলিশ। আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান এই মামলা পরিচালনা করেন।