কিশোরগঞ্জে হঠাৎ ইজিবাইকের ভাড়া দ্বিগুণ, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
কিশোরগঞ্জ পৌরসভা এলাকায় হঠাৎ করে ব্যাটারিচালিত ইজিবাইকের ভাড়া দ্বিগুণ করা হয়েছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, হঠাৎ ব্যাটারিচালিত ইজিবাইকের ভাড়া ৫ টাকার জায়গায় ১০ টাকা আর ১০ টাকার ভাড়া ২০ টাকা করে ফেলায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বিপাকে পড়েছে। ভাড়া না কমালে কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার কিশোরগঞ্জ পৌর ব্যাটারিচালিত ইজিবাইক মালিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষে একটি নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে ইজিবাইকের ভাড়া সমন্বয় করা হয়েছে। হঠাৎ করে ভাড়া বাড়ানোর কারণে যাত্রীদের সঙ্গে ইজিবাইকের চালকদের বাগ্বিতণ্ডা হচ্ছে।
কিশোরগঞ্জ পৌর ব্যাটারিচালিত ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, গত ১৫-১৬ বছরে ইজিবাইক চালু হওয়ার পর থেকে ভাড়া বাড়ানো হয়নি। কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে ব্যয় বেড়ে গেছে। সে জন্য সমিতির সবার সঙ্গে কথা বলে শনিবার থেকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে আরও আলোচনা করে ভাড়া সমন্বয়ের পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে আগের ভাড়া রাখা যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাঁরা।