কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেপ্তার
মাগুরার মহম্মদপুরে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার একটি বাজার থেকে তুলে নিয়ে বাড়িতে আটকে রেখে ওই কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করলে মূল আসামিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লোহাগড়া উপজেলার আকাশ শেখ (২৩), মহম্মদপুরের আমিনুর রহমান মোল্যা (২৬) ও কামাল মিনে (২৫)। তবে মামলার আরেক আসামি লিটন মোল্যা (৩০) পলাতক। গতকাল দুপুরে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে। পরে বিকেলেই তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, আকাশ শেখ দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল সকাল আটটার দিকে ওই কিশোরী স্থানীয় একটি বাজারে গেলে আকাশ অন্য দুই যুবকের সহায়তায় তাকে তুলে নিয়ে যান। এরপর পাশের গ্রামের একটি বাড়িতে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়। এ সময় আকাশ ও তাঁর সহযোগীরা ওই কিশোরীর স্বর্ণালংকার (গলার ও কানের দুল) ছিনিয়ে নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। দুপুর আড়াইটার দিকে আকাশের এক সহযোগী ওই কিশোরীকে মোটরসাইকেলে করে তাঁর বাড়ির কাছাকাছি স্থানে নামিয়ে দিয়ে যান।
এ ঘটনায় গতকাল সকালে ওই কিশোরীর মা চারজনের নাম উল্লেখ করে মহম্মদপুর থানায় অপহরণের পর ধর্ষণ ও সহযোগিতার অভিযোগে মামলা করেন। এর মধ্যে আকাশের বিরুদ্ধে ধর্ষণ ও অন্য তিনজনের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ওই কিশোরীর স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগটি স্বীকার করেছে। মামলার আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার পর তাকে পরিবারের হেফাজতে দিয়েছেন আদালত।