রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কিশোরীর বিয়ে বন্ধ করে বরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে উপজেলার উজানচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলায় এক ব্যক্তি বাড়িতে তাঁর মেয়ের (১৫) বাল্যবিবাহের আয়োজন করেন। খবর পেয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম আনসার সদস্যদের নিয়ে কনের বাড়িতে হাজির হন। এ সময় বর ও কনের পক্ষের সবাইকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। তাঁদের আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। সেখানে বাল্যবিবাহ নিরোধ আইনে বরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানার টাকা পরিশোধ করেন বরের মামা। একই সঙ্গে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়া যাবে না মর্মে মেয়ের বাবার মুচলেকা নেওয়া হয়।