কুমিল্লায় আবারও করোনায় এক দিনে ১৬ জনের মৃত্যু

করোনায় সংক্রমিত হয়ে কুমিল্লা জেলায় এক দিনে আবারও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী। এ নিয়ে পুরো জেলায় মৃতের সংখ্যা ৮০৭।

রোববার বিকেল সাড়ে পাঁচটায় জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়। এর আগে গত ১৪ জুলাই করোনায় এক দিনে ১৬ জন মারা যান।

জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় এ জেলায় ১৬ জন মারা যান। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৫ জন (৯৬, ৬০ ও ২৭ বছরের ৩ নারী এবং ৬৫ ও ৪০ বছরের ২ পুরুষ) মারা গেছেন। দুজন করে মারা গেছেন বরুড়া, দেবীদ্বার, মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রাম উপজেলায়। তাঁদের মধ্যে বরুড়ায় ২৭ বছরের নারী ও ৮০ বছরের পুরুষ, দেবীদ্বারে ৫৫ বছরের নারী ও ৫৬ বছরের পুরুষ, মনোহরগঞ্জে ৫১ বছরের পুরুষ ও ৬৭ বছরের নারী, চৌদ্দগ্রামে ৩০ বছরের নারী ও ৬০ বছরের পুরুষ মারা যান। বুড়িচংয়ে ৬৫ বছরের, আদর্শ সদরে ৮০ বছরের ও দাউদকান্দিতে ৮৫ বছরের ৩ পুরুষ মারা যান।

কুমিল্লা জেলায় শেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১৯টি নমুনার মধ্যে ৫৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৩ শতাংশ। সুস্থ হয়েছেন ৩৭৪ জন এবং মারা গেছেন ১৬ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ৩৪ হাজার ২৪০ জন। মোট সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩৬৫ জন এবং মারা গেছেন ৮০৭ জন।

করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ঈদের পর কুমিল্লার ঘনবসতিপূর্ণ উপজেলাগুলোতে সংক্রমণ বেড়েছে। সিটি করপোরেশনে আগে থেকেই সংক্রমণ বাড়তির দিকে ছিল। এর মধ্যে চৌদ্দগ্রাম, লাকসাম ও বরুড়া উপজেলায় শনাক্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

মীর মোবারক হোসাইন বলেন, কোনো প্রয়োজন ছাড়া গ্রামের চায়ের দোকান, টংদোকানে এবং মুদি ও কাপড়ের দোকানে অহেতুক গিয়ে ভিড় করা এ মুহূর্তে ঠিক নয়। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।