default-image

কুমিল্লা জেলায় নতুন করে আরও ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৬৪। শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিতদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৮ জন, নাঙ্গলকোটে ১০, চান্দিনায় ৬, হোমনা, দেবীদ্বার ও মনোহরগঞ্জে ৫ জন করে, বুড়িচংয়ে ৩ জন ও লালমাই উপজেলায় ২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড রোগী বেড়ে হলো ৪ হাজার ৩৬৪ জন। এর মধ্যে মারা গেছেন ১২১ জন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭৩ জন।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত্ হোসেন বলেন, জেলায় এ পর্যন্ত ২১ হাজার ৫৫৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ২১ হাজার ৯৭ জনের প্রতিবেদন পাওয়া গেছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন