default-image

কুমিল্লা জেলায় আজ শুক্রবার নতুন করে ৮৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও দুজন। জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন চিকিৎসক মো. সাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে এ জেলায় করোনা মোট ৪ হাজার ৩১০ জনের শরীরে শনাক্ত হলো এ ভাইরাস। জেলায় এ পর্যন্ত মোট মারা গেছেন ১২১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২১৭ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, শুক্রবার করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৩১ জন, চৌদ্দগ্রামে ১১ জন, লাকসামে ১০ জন, বরুড়ায় ৮ জন, নাঙ্গলকোট, ব্রাহ্মণপাড়া ও লালমাই উপজেলায় ছয়জন করে, আদর্শ সদরে পাঁচজন ও হোমনায় তিনজন।

শুক্রবার সুস্থ হননি কেউ। মারা গেছেন আদর্শ সদর ও চৌদ্দগ্রাম উপজেলায় একজন করে মোট দুজন।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাৎ হোসেন বলেন, জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ২৯৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে শুক্রবার পর্যন্ত ২০ হাজার ৯০৯ জনের প্রতিবেদন পাওয়া গেছে। শুক্রবার নমুনা পাঠানো হয় ২৮টি। আগের ২৮৪ নমুনার মধ্যে ৮৬টি নমুনা পজিটিভ পাওয়া গেছে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0