কুমিল্লায় করোনার মজুত টিকায় চলবে ১০ জুন পর্যন্ত

করোনাভাইরাস
প্রতীকী ছবি

কুমিল্লা জেলায় ১০ জুন পর্যন্ত করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া যাবে। এরপর নতুন করে টিকা না এলে এই কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। আজ বুধবার কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

আজ বেলা ১১টায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক কর্মশালা হয়। সেখানে ডেপুটি সিভিল সার্জন মো. শাহাদাত হোসেন বলেন, কুমিল্লা জেলায় ৪ লাখ ২৯ হাজার ডোজ টিকা এসেছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ লাখ ২৬ হাজার ৬৩২ জন। দ্বিতীয় ডোজ টিকা গতকাল মঙ্গলবার পর্যন্ত নিয়েছেন ১ লাখ ৬০ হাজার ১৪ জন। এ পর্যন্ত মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৬৪৬ জনকে। মজুত রয়েছে ৪২ হাজার ৩৫৪ ডোজ টিকা। এই টিকা ১০ জুন পর্যন্ত চলবে।

কর্মশালায় বক্তব্য দেন চিকিত্সা কর্মকর্তা ইসরাত জাহান ও ফিরোজ আল মামুন। কর্মশালায় বলা হয়, ৫ থেকে ১৯ জুন পর্যন্ত কুমিল্লা জেলার ১৭টি উপজেলা ও সিটি করপোরেশনের ৪ হাজার ৭৬৩টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৯ লাখ ৯৭ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।