default-image

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাঁরা হলেন কুমিল্লা শহরের ৭৫ বছরের এক পুরুষ ও ৬০ বছরের এক নারী এবং চৌদ্দগ্রাম ও বুড়িচং উপজেলার ৭০ বছরের একজন করে পুরুষ। আজ সোমবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়।

চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন জানান, এ নিয়ে কুমিল্লা জেলায় করোনায় মৃতের সংখ্যা হলো ৩৬৫।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আজ কুমিল্লা জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭১ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৩০, বুড়িচং উপজেলায় ৮, আদর্শ সদর উপজেলায় ৬, লাকসাম, দাউদকান্দি, নাঙ্গলকোটে চারজন করে, ব্রাহ্মণপাড়া ৩ জন, লালমাই, দেবীদ্বার, চান্দিনা ও সদর দক্ষিণে ২ জন করে, বরুড়া, মুরাদনগর, মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামে একজন করে রয়েছেন। একই দিনে সুস্থ হয়েছেন ৪৫ জন। জেলায় এ পর্যন্ত ১১ হাজার ৮২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৬৫ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৪২৭ জন।

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, সতর্ক থাকলে করোনা কম ছাড়াবে। এ জন্য স্বাস্থ্যবিধি মানা জরুরি।

গত বছরের ৭ এপ্রিল এই জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। মৃত্যুর ঘটনা ঘটে ১১ এপ্রিল।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন