default-image

কুমিল্লা জেলায় করোনায় আক্রান্ত হয়ে এক দিনে সাতজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে ৫৭ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কোভিড–১৯–এ সংক্রমিত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার দুজন, বরুড়া, চান্দিনা, তিতাস, লাকসাম ও আদর্শ সদর উপজেলায় একজন করে রয়েছেন। অপর দিকে একই সময়ে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫৭ জন। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ১৩ জন, চৌদ্দগ্রামে ৪, দেবীদ্বারে ৭, মুরাদনগরে ৬, লাকসামে ৮, নাঙ্গলকোটে ৬, তিতাসে ৬, মনোহরগঞ্জে ৫ এবং সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলায় ১ জন করে রয়েছেন।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন জানান, জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ২৬৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ২০ হাজার ৬২৫ জনের প্রতিবেদন পাওয়া গেছে। জেলায় মোট কোভিড–১৯ রোগীর সংখ্যা ৪ হাজার ২২৪ জন। এর মধ্যে মারা গেছেন ১১৯ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২১৭ জন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0