কুমিল্লায় গ্যাসলাইনের পাইপ ফেটে তিনজন অগ্নিদগ্ধ

অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের একটি গ্যাসের লাইনের পাইপ ফেটে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরে যায়। এতে ওই অটোরিকশা পুড়ে যায় এবং অটোরিকশাচালক ও দুই যাত্রী অগ্নিদগ্ধ হন। রোববার বেলা তিনটায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ হওয়া তিনজনের মধ্য একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আবুল খায়ের। তিনি ওই অটোরিকশার চালক। তাঁর বাড়ি মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে। অগ্নিদগ্ধ হওয়া অটোরিকশার দুই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে ভেকু মেশিন দিয়ে ১৫ দিন আগে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। রোববার সকালে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া ওই অংশে পরিষ্কার করা হয়। ধারণা করা হচ্ছে, অবৈধ উচ্ছেদ কার্যক্রম শেষ করার সময় গ্যাস সরবরাহ লাইনের পাইপলাইন ফেটে যায়। রোববার ওই গ্যাসলাইনের ওপর একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে রাখা হয়েছিল।

অটোরিকশাটি চালু করার সময় হঠাৎ করে গ্যাসলাইনের পাইপে বিস্ফোরণ হয়। তখন অটোরিকশায় আগুন ধরে যায়। এতে অটোরিকশার চালক আবুল খায়ের ও দুই যাত্রী দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোম্পানীগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, গ্যাসলাইন থেকে ওই আগুনের সূত্রপাত হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, কোম্পানীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন দগ্ধ হয় ও অটোরিকশা পুড়ে যায়। চালকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।