কুমিল্লায় ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
কুমিল্লার আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর গ্রামের মীরবাড়িতে গতকাল রোববার রাতে ঘরে ঢুকে বিল্লাল হোসেন (৭৫) ও তাঁর স্ত্রী সফুরা বেগমকে (৫৬) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশের ময়নাতদন্তের জন্য আজ সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় একদল দুর্বৃত্ত পেশায় পল্লি চিকিৎসক বিল্লালের ঘরে যায়। এরপর তারা তাঁকে ও তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। স্বামী-স্ত্রীর লাশ হাত-পা বাঁধা অবস্থায় খাটের ওপর পড়ে ছিল।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।