default-image

কুমিল্লায় কোভিড-১৯ হাসপাতালে ২৪ ঘণ্টায় শ্বাসকষ্ট, জ্বর, সর্দিসহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে নতুন করে দুজন মারা গেছেন। হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান শুক্রবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন ৪২ বছর বয়সী চান্দিনা উপজেলার এক ব্যক্তি। তিনি বৃহস্পতিবার বেলা দেড়টায় মারা যান। একই ধরনের উপসর্গ নিয়ে এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন চান্দিনার ৮০ বছরের এক বৃদ্ধ। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান।

হাসপাতালের পরিচালক মুজিবুর রহমান বলেন, বর্তমানে কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে ভর্তি আছেন ১৩১ জন। এর মধ্যে ৮৪ জন পুরুষ ও ৪৭ জন নারী। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৫৬ জন ভর্তি আছেন। অন্যদের মধ্যে ৫৭ জন করোনা ওয়ার্ডে এবং ১৮ জন আইসিইউতে চিকিৎসাধীন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত কোভিড-১৯ হাসপাতাল। গত ৩ জুন হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। নতুন দুজন নিয়ে কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে ৫৭ দিনে মারা গেলেন ২৭৯ জন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0