default-image

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের ভেতরে স্থাপিত ১৫৪ শয্যার কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে গতকাল বৃহস্পতিবার রাতে ছয় ঘণ্টার মধ্যে চারজন মারা গেছেন। তাঁদের তিনজনই বৃদ্ধ। হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরের ৪৬ বছরের এক নারী গতকাল রাত ৮টা ৩০ মিনিটে মারা যান। জেলার চান্দিনা উপজেলার ৬০ বছরের এক বৃদ্ধ রাত ১০টায়, চান্দিনা উপজেলার ৬০ বছরের এক নারী রাত ১১টা ৫৯ মিনিটে এবং লাকসাম উপজেলার এক বৃদ্ধ (৬৫) রাত দুইটায় মারা গেছেন। এর মধ্যে নগরের ওই নারী ও চান্দিনার বৃদ্ধ গতকাল সকালে এসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চান্দিনার বৃদ্ধা ২৩ জুন এবং লাকসামের বৃদ্ধ ২৪ জুন ভর্তি হন। তাঁদের প্রত্যেকেরই শ্বাসকষ্ট ছিল। ক্রিটিক্যাল (সংকটাপন্ন) অবস্থা হওয়ায় মারা গেছেন।

পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টার মধ্যে গতকাল রাতেই চারজন মারা গেছেন। প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছেন। চিকিত্সক ও নার্সদের শত চেষ্টাতেও বেশির ভাগ সংকটাপন্ন রোগীকে সারিয়ে তোলা যাচ্ছে না।

বিজ্ঞাপন
মন্তব্য করুন