কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে এক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ে প্রথম দফায় ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের সময়সীমা ছিল। আবেদন কম হওয়ার কারণে নতুন করে সময় বাড়ানো হয়েছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবু তাহের।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২০-২১-এ ফলপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.couadmission.com) দেওয়া নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদন ফি ৬০০ টাকা। বিকাশ, রকেট, নগদ, কার্ড সিস্টেম অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে। এতে সার্ভিস চার্জ দিতে হবে। এক ফিতেই সব ইউনিটে আবেদন করা যাবে।

সাক্ষাত্কারের সময়সূচি পরে জানানো হবে। প্রথম বর্ষের পরিচিতি ক্লাস শুরু হবে ১৬ জানুয়ারি।

এ বছর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, ফার্মাসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), অর্থনীতি, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলা, ইংরেজি ও আইন, ব্যবস্থাপনা শিক্ষা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস), মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব মো. আবু তাহের বলেন, ভর্তি-সংক্রান্ত যেকোনো নিয়মনীতির পরিবর্তন, সংশোধন, সংযোজন ও বিয়োজনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। বিস্তারিত তথ্যা ওয়েবসাইট থেকে জানা যাবে। প্রয়োজনে ০১৫৫৭৩৩০৩৮১ ও ০১৫৫৭৩৩০৩৮১ মুঠোফোন নম্বরে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।