কুমিল্লা সিটি নির্বাচনে আরফানুলের পক্ষে কাজ করবে জেলা আ.লীগ
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচার–প্রচারণার ১১ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হকের (রিফাত) পক্ষে জেলা আওয়ামী লীগ মাঠে নামেনি। তবে জেলা কমিটির নেতা–কর্মীরা আরফানুলের পক্ষে কাল বুধবার থেকে গণসংযোগে নামবেন বলে জানা গেছে।
গতকাল সোমবার রাতে নগরের রামঘাট দলীয় কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে সমন্বয়ক করে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রাতে দলের সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সহসভাপতি মফিজুর রহমান, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, আবদুল মমিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দত্ত, দপ্তর সম্পাদক রূপম মজুমদার, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ফরহাদুল মিজান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন প্রমুখ।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৭ মে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কিন্তু দক্ষিণ জেলা আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের প্রচারণায় অংশ নেয়নি।
যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘দলের মেয়র প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে। এ জন্য আমাকে জেলার সমন্বয়ক করা হয়েছে। কাল দলের অঙ্গসংগঠনের সঙ্গে যৌথসভা করে পুরোদমে কাজ শুরু করব।’
উল্লেখ্য, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল। তিনি অর্থমন্ত্রী ও সংসদ সদস্য। সহসভাপতি মো. তাজুল ইসলাম। তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং সংসদ সদস্য। সহসভাপতি নাছিমুল আলম চৌধুরীও সংসদ সদস্য। সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক সংসদ সদস্য। সদস্য আবুল হাসেম খান সংসদ সদস্য। নির্বাচন আচরণবিধির কারণে তাঁরা সভায় উপস্থিত হননি বলে জানানো হয়।
এদিকে আজ মঙ্গলবার বেলা একটার দিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এক জরুরি সভা ডাকা হয়েছে। নগরের রামঘাট মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সম্মেলন কক্ষে ওই সভা হওয়ার কথা আছে।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর বলেন, সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ওই সভা ডাকা হয়েছে।