কুলাউড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ল শিশুর পা

ট্রেন দুর্ঘটনা
প্রতীকী

মৌলভীবাজারের কুলাউড়া জংশন রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক শিশুর ডান পায়ের নিচের অংশ কাটা পড়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই শিশুর নাম মরিয়ম (১০)। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, মরিয়ম মা-বাবার সঙ্গে রেলস্টেশন এলাকায় থাকে। তার মা-বাবা দিনমজুর। বেলা ১১টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে পৌঁছায়। একপর্যায়ে ট্রেনটি ছেড়ে দিলে মরিয়ম দৌড়ে ওঠার চেষ্টা করে। এ সময় হাত ফসকে ট্রেনের চাকার নিচে পড়ে যায় সে। এতে তার ডান পায়ের ঊরুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে অবস্থার অবনতি হলে সিলেটে পাঠানো হয়।

ট্রেন ছেড়ে দেওয়ার পর মরিয়ম দৌড়ে ওঠার চেষ্টা করে। এ সময় হাত ফসকে ট্রেনের চাকার নিচে পড়ে যায় সে।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ ম কামাল হোসেন জানান, শিশুটি ট্রেনের বগিতে উঠে বোতল কুড়াত। অসাবধানতাবশত দুর্ঘটনায় পড়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশে নায়েক পদে কর্মরত কুলাউড়ার বাসিন্দা সফি আহমদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি খবর পেয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেছেন। শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। তার চিকিৎসা চলছে। কুলাউড়ার কিছু ব্যক্তি শিশুটির চিকিৎসায় আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন।