কুষ্টিয়ায় তরুণকে কুপিয়ে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

কুষ্টিয়া শহরের চর মিলাপাড়া এলাকায় সবুজ হাসান (১৯) নামের এক তরুণের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করো হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন চর মিলাপাড়া এলাকার শ্মশানঘাটসংলগ্ন ইকোপার্কে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।

নিহত সবুজ হাসান পূর্ব মিলাপাড়া এলাকার হায়দার আলির ছেলে। পুলিশ ধারণা করছে, গতকাল মঙ্গলবার রাতের কোনো একসময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে সবুজ হাসানকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, তাঁরা প্রাথমিক তথ্যের ওপর ধারণা করছেন, প্রেমঘটিত কারণে এ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।