কুষ্টিয়ায় গাছ থেকে অজ্ঞাতনামা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুরে আমবাগানের ভেতর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টায় পিপুলবাড়িয়া-বালিয়াডাঙ্গা গ্রামের ওই বাগানের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে নিহত ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৩০ বছর। দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে আছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় কৃষকেরা খেতে কাজ করতে গিয়ে সেখানে আমবাগানের ভেতর এটি গাছে এক যুবকের লাশ রশিতে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। লাশের পাশে তিনটি বিষের বোতল পাওয়া গেছে। এর মধ্যে দুটি বোতলের মুখ বন্ধ ও একটি বোতলের মুখ খোলা ছিল।
ঘটনাস্থল থেকে দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপান করার পর হয়তো গলায় রশি পেঁচিয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলের আশপাশে এক কিলোমিটারের মধ্যেও কোনো বাড়িঘর নেই। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না।