কুষ্টিয়া শহরের বটতৈল মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়ে ছোট ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুক্রবার সকালে বটতৈল মোড়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বটতৈল কবুরহাট এলাকার নাজমুল হাসানের স্ত্রী অঞ্জনা খাতুন ও তাঁর বড় ছেলে ইফতিয়াজ (১৯)। আহত ছোট ছেলের নাম ইফাত (৮)। নিহত ইফতিয়াজ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে ইফতিয়াজ তাঁর মা ও ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরের মোল্লা তেঘরিয়া এলাকায় নানাবাড়িতে যাচ্ছিলেন। বটতৈল মোড়ে মহাসড়কে ওঠার সময় ঝিনাইদহ থেকে আসা টাঙ্গাইলগামী একটি ট্রাক তাঁদের সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিনজনই ছিটকে সড়কে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে ইফতিয়াজ ও তাঁর মা মারা যান। দুজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শিশু ইফাতের অবস্থা আশঙ্কাজনক। সে একই হাসপাতালে চিকিৎসাধীন।
চৌড়হাস হাইওয়ে থানার পরিদর্শক ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।