পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালক জাহিদুলের সঙ্গে ওবাইদুরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওবাইদুর তাঁর কাছে থাকা ধারালো চুরি দিয়ে চালকের গলায় আঘাত করেন। চালক সড়কে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে ভ্যানচালককে হত্যা করা হয়েছে। একজন আটক আছে। আটক ব্যক্তি মাদকাসক্ত বলে জানা গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা নেওয়া হবে।