কুষ্টিয়ায় বিবাহিত ও অছাত্র নিয়ে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ

টাকার বিনিময়ে বিবাহিত, অছাত্র ও ঢাকায় বসবাস করা তরুণদের কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে অর্ন্তভুক্ত করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলের পদবঞ্চিত নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ওই কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের অর্ন্তভুক্ত করে নতুন কমিটি গঠনের হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা ছাত্রদলের আহ্বায়ক পদের প্রার্থী রাকিবুল ইসলাম রাব্বি। সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা ছিল, কোনো বিবাহিত ছাত্রদলের সদস্য হতে পারবেন না। ছাত্রদলের গঠনতন্ত্রে আছে, ২০০৩ সালের আগে এসএসসি পাস কাউকে ছাত্রদলের পদ দেওয়া যাবে না। পাশাপাশি ছাত্রত্ব নেই ও বিবাহিত এমন কাউকেও রাখা যাবে না কমিটিতে। অথচ অদৃশ্য শক্তির কারণে টাকার বিনিময়ে ত্যাগী ও আন্দোলন–সংগ্রামে মামলা–হামলার শিকার নেতাদের বাদ দিয়ে বিবাহিত, ছাত্রত্ব নেই, ঢাকায় বাস করেন, এমন যুবকদের দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, কমিটি গঠনের পেছনে ঢাকায় বসবাসকারী ব্যবসায়ী কুষ্টিয়ার বাসিন্দা ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারের হাত আছে। তিনি (জাকির) ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে বিএনপিকে দুর্বল ও ধ্বংস করতে ষড়যন্ত্র করছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে ছাত্রদলের আহ্বায়ক কমিটি পাস করিয়েছেন।গতকাল বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কুষ্টিয়া জেলা শাখা ছাত্রদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোজাক্কির রহমান রাব্বীকে আহ্বায়ক ও খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নতুন কমিটির ৩১ জন সদস্যের মধ্যে ১১ জন বিবাহিত ও ২ জন উপজেলা যুবদলের সদস্য। যাঁদের কমিটিতে রাখা হয়েছে, সেই আহ্বায়ক মোজাক্কির ও তসলিম উদ্দিনকে কোনো আন্দোলন–সংগ্রামে দেখা যায়নি। তাঁদের বিরুদ্ধে কোনো মামলাও নেই। এই পকেট কমিটির বিষয়ে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য শীর্ষ নেতা কিছুই জানেন না।

আজ সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে ঢাকা ও কুষ্টিয়ায় অন্তত ৯টি মামলা রয়েছে। এই মঞ্চে উপস্থিত সবার বিরুদ্ধেই বিভিন্ন সময়ে একাধিক মামলা করা হয়েছে। অথচ এই ত্যাগী নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে বিএনপি নেতা জাকির হোসেন সরকার ও নবগঠিত পকেট কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’

নবগঠিত কমিটির আহ্বায়ক মোজাক্কির রহমান প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কমিটি কয়েক বছর ধরে তথ্য সংগ্রহ করে একটি কমিটি উপহার দিয়েছে। কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে কোনো কথা হতে পারে না। সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ করা হয়েছে, সেসব সঠিক নয়। এ বিষয়ে কেন্দ্র যে সিদ্ধান্ত দেবে, সেটাই তিনি মেনে নেবেন।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ সোহরাব উদ্দীন প্রথম আলোকে বলেন, নবগঠিত ছাত্রদলের কমিটির বিষয়ে জেলা বিএনপি কোনো কিছুই অবগত নয়। যেভাবে কমিটি করা হয়েছে, সেটা সঠিক হয়নি।